Country

4 hours ago

Tejashwi Yadav: বিজেপি ও আইটি সেলের সমস্ত টিম এখন বিহারেই কাজ করবে : তেজস্বী যাদব

Tejashwi Yadav
Tejashwi Yadav

 

পাটনা, ১৯ মার্চ : জমির বিনিময়ে চাকরি মামলায় মঙ্গলবারই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেত্রী রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইডি-র এই জিজ্ঞাসাবাদের সমালোচনা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর কথায়, বিজেপি ও আইটি সেলের সমস্ত টিম এখন থেকে বিহারেই কাজ করবে।

বুধবার সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তেজস্বী যাদব বলেছেন, "আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। তাঁরা যত বেশি সাংবিধানিক প্রতিষ্ঠানের অপব্যবহার করবে, আমরা ততই শক্তিশালী হব। বিজেপি এবং আইটি সেলের সমস্ত টিম এখন কেবল বিহারেই কাজ করবে।"

You might also like!