Country

4 days ago

Anupriya Patel: ভারতে যক্ষ্মা রোগ দ্বিগুণেরও বেশি কমেছে, অনুপ্রিয়া প্যাটেল

Anupriya Patel
Anupriya Patel

 

নয়াদিল্লি, ২১ মার্চ : সুখবর শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। শুক্রবার তিনি জানিয়েছেন, ভারতে যক্ষ্মা রোগ দ্বিগুণেরও বেশি কমেছে। অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, ভারত এই বছর যক্ষ্মামুক্ত দেশ হওয়ার লক্ষ্যে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। দেশে যক্ষ্মা রোগের প্রকোপ ২০১৫ সালে প্রতি লক্ষ জনসংখ্যায় ২৩৭ জন থেকে ১৭.৭ শতাংশ কমে ২০২৩ সালে প্রতি লক্ষ জনসংখ্যায় ১৯৫ জনে দাঁড়িয়েছে, যা বিশ্বব্যাপী হ্রাসের দ্বিগুণেরও বেশি।

লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, ২০১৫ সালের তুলনায় ২০২৩ সালে যক্ষ্মাজনিত মৃত্যুর হারও ২১ শতাংশেরও বেশি কমেছে। তিনি বলেন, সরকারের ধারাবাহিক প্রচেষ্টার ফলে দেশে যক্ষ্মা চিকিৎসার আওতা ৩২ শতাংশে উন্নীত হয়েছে। মন্ত্রী বলেন, সরকার ৩৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৪৭টি অগ্রাধিকারপ্রাপ্ত জেলায় নিখোঁজ যক্ষ্মা রোগী খুঁজে বের করার জন্য ১০০ দিনের যক্ষ্মা নির্মূল অভিযান শুরু করেছে।

You might also like!