নয়াদিল্লি, ২১ মার্চ : প্রতি বছর ২১ মার্চ দিনটি আন্তর্জাতিক অরণ্য দিবস হিসেবে পালিত হয়। বিশ্বজুড়ে গাছপালা ও জঙ্গলের গুরুত্ব বোঝাতে, তার সৌন্দর্য তুলে ধরতে এবং তাদের রক্ষা করার অঙ্গীকার নিতে দিনটি পালিত হয়। প্রতি বছর ২১ মার্চ আন্তর্জাতিক অরণ্য দিবস দিনটি পালন করতে নতুন নতুন থিম বেছে নেওয়া হয়, এবছরের থিম - বন ও খাদ্য। অরণ্য অথবা জঙ্গল হল বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার স্তম্ভ, যা নিরন্তর আমাদের ফল, বীজ, শিকড় ইত্যাদির মতো প্রয়োজনীয় সম্পদ দিয়ে চলেছে। আর এই সম্পদের ওপরেই জীবন নির্বাহ করছে, বিশ্বের জনজাতি গোষ্ঠী ও গ্রামীণ মানুষদের একটা বড় অংশের।