Video

10 hours ago

Gitanjali Festival 2025 | শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদে শুরু হচ্ছে গীতাঞ্জলি উৎসব

 

শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদে গীতাঞ্জলি উৎসব ২০২৫ আগামীকাল থেকে শুরু হচ্ছে। এই উৎসবে বিশিষ্ট সংগীত শিল্পী ও সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলীকে গীতাঞ্জলি সম্মান ২০২৫ প্রদান করা হবে। এই অনুষ্ঠানে সকলের গীতাঞ্জলি অডিটরামের প্রবেশ অবাধ। আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই গীতাঞ্জলি উৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক সাংবাদিক বৈঠক করেন।

You might also like!