Game

10 hours ago

FIFA Asian World Cup 2026 qualifiers: মঙ্গলবার ইরান বনাম উজবেকিস্তানের ম্যাচ

Iran vs Uzbekistan  match
Iran vs Uzbekistan match

 

তেহরান, ২৫ মার্চ : মঙ্গলবার ইরান বনাম উজবেকিস্তানের ম্যাচটি তেহরানের আজাদী স্টেডিয়ামে হবে ভারতীয় সময় রাত সাড়ে ৯টায়।এএফসি তৃতীয় রাউন্ডের ম্যাচটি ভারতে ফ্যানকোড অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে। ২০২৬ ফিফা বিশ্বকাপে যেতে ইরান আর মাত্র এক ধাপ দূরে। মঙ্গলবার তেহরানের আজাদি স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে ড্র করলেই ইরান তাদের টানা চতুর্থ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে।

বর্তমানে গ্রুপ এ-তে উজবেকিস্তানের বিপক্ষে তিন পয়েন্টে এগিয়ে আছে ইরান। আর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে, তাদের বাকি আছে আর ৩ টি ম্যাচ। এদিন জয় কিংবা ড্র করলেই তারা জাপানের সঙ্গে যোগ দেবে, যারা গত বৃহস্পতিবার এশিয়ান বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে।

তবে, উজবেকিস্তানের বিরুদ্ধে ইরানের যোগ্যতা অর্জনের পথটি সহজ নয়। এই যোগ্যতা অর্জনের অভিযানে দুটি দল ইতিমধ্যেই ৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে, যার ৩ টি ম্যাচই ড্র হয়েছে। গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা উজবেকিস্তান সেই ধারা ভাঙতে এবং সরাসরি যোগ্যতা অর্জনের সম্ভাবনা বাড়াতে চাইবে। ইরানও চাইবে এই ধারা ভেঙে আজই বিশ্বকাপে পৌঁছে যেতে।


You might also like!