রায়পুর, ২১ মার্চ : ছত্তিশগড়ের খৈরাগড়-ছুঁইখাদান-গাণ্ডাই জেলায় শুক্রবার অনুষ্ঠিত হল 'গো সেবা রত্ন অলংকরণ উৎসব'। অনুষ্ঠানে রাজ্যপাল রমেন ডেকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজ্যপাল এদিন মনোহর গোশালায় পৌঁছে পূজা-অর্চনা ও গো মাতার আরাধনায় অংশ নেন। এরপর তিনি মন্দিরে গো আরতিতে যোগ দেন এবং গো মাতার পূজা করেন। রাজ্যপাল গো সেবার গুরুত্বের বিষয়ে বক্তব্য রাখেন এবং গো রক্ষা ও সংরক্ষণের জন্য সচেষ্ট থাকার আহ্বান জানান। পূজা ও আরতির পর রাজ্যপাল গোশালা চত্বর পরিদর্শন করেন এবং সেখানে গো সেবার জন্য নেওয়া পদক্ষেপগুলির প্রশংসা করেন। তিনি বলেন, “গো সেবা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি পরিবেশ ও গ্রামীণ জীবনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” এই অনুষ্ঠানে গোশালা পরিচালন কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।