নয়াদিল্লি, ১৯ মার্চ : দিল্লি সফরে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। বুধবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁদের মধ্যে বেশ কিছু বিষয়ে কথাও হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও হিমাচল প্রদেশের রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাংওয়ারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন রাজ্যের রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস।