বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিধায়কদের হেনস্থার প্রতিবাদে বর্ধমানে পথ অবরোধ কর্মসূচির আয়োজন করা হল বর্ধমান সদর জেলা বিজেপির তরফ থেকে। বৃহস্পতিবার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা এর নেতৃত্বে বর্ধমান টাউনহল থেকে কার্জনগেট পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল শেষে কার্জন গেট চত্বরে পথ অবরোধ করেন তারা। এদিন বর্ধমান বিজেপির সদর জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল, তাতে রাজ্যের শাসকদল পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়ক ও কর্মী সমর্থকদের উপর চড়াও হয়। হেনস্থা করা হয় বিজেপি বিধায়কদের, ভাঙচুর করা হয় বিরোধী দলনেতার গাড়িও। এরই প্রতিবাদে এদিনের বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচির আয়োজন করা হয়।