Country

5 days ago

Delhi Akbar Road: দিল্লিতে বিকৃত করা হল আকবর রোডের সাইনবোর্ড, ছড়ালো চাঞ্চল্য

Akbar Road Signboard Defaced
Akbar Road Signboard Defaced

 

নয়াদিল্লি, ২০ মার্চ : রাজধানী দিল্লিতে বিকৃত করা হল আকবর রোডের সাইনবোর্ড। বুধবার রাতের অন্ধকারে কালো কালি দিয়ে আকবর রোডের সাইনবোর্ড বিকৃত করা হয়। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আকবর রোডের সাইনবোর্ড যে বিকৃত করেছে সে হিন্দু রাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে যুক্ত বলে মনে হচ্ছে।

একটি ভিডিওতে দেখা গিয়েছে, অমিত রাঠোর নামে ওই ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম পেজে নিজেকে হিন্দু রাষ্ট্র নবনির্মাণ সেনার জাতীয় সভাপতি ওরফে প্রতিষ্ঠাতা বলেও দাবি করেছে। এই বিষয়ে পুলিশের বক্তব্য এখনও পাওয়া যায়নি। দিল্লি পুলিশের কাছে অমিত রাঠোর দাবি করেছে, দিল্লির কাশ্মীর গেট আইএসবিটিতে মহারাণা প্রতাপের মূর্তি ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

You might also like!