কলকাতা, ২১ মার্চ : মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, মমতার জন্য বদনাম হচ্ছে পশ্চিমবঙ্গের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে সাংস্কৃতিক রাজধানী বলছেন। মমতার এই মন্তব্যকে কটাক্ষ করে শুক্রবার সকালে দিলীপ ঘোষ বলেছেন, "পশ্চিমবঙ্গ দুর্নীতির সংস্কৃতির জন্য পরিচিত। প্রতিটি বিভাগেই লুটপাট চলছে। তৃণমূলের বর্ষীয়ান নেতারা দুর্নীতির অভিযোগে জেলে আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই সব বন্ধ করা। মমতার জন্য বদনাম হচ্ছে পশ্চিমবঙ্গের।"