Country

6 days ago

Tight security in Two Border: শম্ভু ও খানৌরি সীমানায় কড়া নিরাপত্তা, কংক্রিটের ব্যারিকেড ভাঙল পুলিশ

Punjab-Haryana Khanauri border
Punjab-Haryana Khanauri border

 

নয়াদিল্লি, ২০ মার্চ : কৃষকদের প্রতিবাদ-আন্দোলনের প্রেক্ষিতে পঞ্জাব-হরিয়ানা খানৌরি সীমানায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি হরিয়ানা-পঞ্জাবের শম্ভু সীমানায় নিরাপত্তা বাড়ানো হয়েছে, সেখানে কংক্রিটের তৈরি ব্যারিকেড ভেঙে দিয়েছে হরিয়ানা পুলিশ।

বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন কৃষকরা, এই বিক্ষোভ ঠেকাতে হরিয়ানা-পাঞ্জাব শম্ভু সীমানায় তৈরি কংক্রিটের ব্যারিকেড সরিয়ে দেওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার সন্ধ্যায়, পঞ্জাব-হরিয়ানা খানৌরি সীমানা এবং শম্ভু সীমানা থেকে কৃষকদের সরিয়ে দেয় পঞ্জাব পুলিশ। শম্ভু ও খানৌরি সীমানা থেকে বিক্ষোভরত কৃষকদের সরিয়ে দেওয়ার প্রেক্ষিতে কিষাণ মজদুর সংগ্রাম কমিটির সতনাম সিং পান্নু বলেন, "মোদী সরকারের সহযোগিতায় অথবা নির্দেশে ভগবন্ত মান সরকারের কৃষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিন্দা জানাই।"

You might also like!