কলকাতা, ২৬ মার্চ : বুধবারও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে বিক্ষোভ চলে। ক্যাম্পাসের গেট আটকে রাস্তার সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে জোরালো হচ্ছে প্রতিবাদ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশাল সংখ্যায় গিরিশ পার্ক থানার পুলিশ মোতায়েন হয়। কলকাতা হাই কোর্টের নির্দেশ অস্থায়ী উপাচার্যকে নিরাপত্তা দেবে পুলিশ। প্রয়োজনে সাহচর্য দিয়ে তাঁকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সোম ও মঙ্গলবার জোড়াসাঁকো ক্যাম্পাসে অস্থায়ী উপাচার্যের বিরুদ্ধে জোরালো বিক্ষোভ শুরু হয়। গতকাল পড়ুয়াদের একটা অংশ উপাচার্যের ঘরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উপাচার্যের ঘরের দরজায় তালাও মেরে দেওয়া হয়। প্রসঙ্গত, রাজ্যপাল সি ভি আনন্দ বোস শুভ্রকমল মুখোপাধ্যায়কে অস্থায়ী উপাচার্যের পদে নিয়োগ করেছিলেন।