West Bengal

2 days ago

Kalchini Tea Garden: ঈদের আগে মিটল বকেয়া, ছন্দে ফিরল কালচিনি চা বাগান

Kalchini Tea Garden
Kalchini Tea Garden

 

কালচিনি, ২৯ মার্চ : প্রায় ১০ দিন পর স্বাভাবিক কাজকর্ম শুরু হল কালচিনি চা বাগানে। বাগান কর্তৃপক্ষের তরফে বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার পরই কাজে যোগ দেন শ্রমিকরা। ঈদের আগে বকেয়া মজুরি হাতে পেয়ে খুশি শ্রমিকরাও। কালচিনি চা বাগানের শ্রমিক আশরাফুল আনসারি বলেছেন, ‘সামনেই ঈদ। এবার মজুরি হাতে পেয়ে স্বস্তি এল।’ বকেয়া মজুরির দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে কালচিনি চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালন করছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাগানের সব শ্রমিককে বকেয়া মিটিয়ে দেয় বাগান কর্তৃপক্ষ। তারপরই কাজে যোগদান করেন শ্রমিকরা। বকেয়া মিটে যাওয়ায় ছন্দে ফিরল কালচিনি চা বাগান।


You might also like!