নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর : বৃষ্টি থেকে এখনই নিস্তার পাবে না দেবভূমি উত্তরাখণ্ড। আগামী দুই-একদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডে। একই পূর্বাভাস রয়েছে বিহার এবং উত্তর প্রদেশেও। এছাড়াও উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।
পূর্বাভাসে আইএমডি আরও জানিয়েছে, আগামী দু'দিন পূর্ব ও মধ্য ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকাল-সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে একই রকম পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর আগামী চার থেকে পাঁচ দিন ধরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।