Country

1 week ago

Shivraj singh chauhan :পেঁয়াজের উপর থেকে ২০% রপ্তানি শুল্ক তুলে নিল কেন্দ্র, ১ এপ্রিল থেকে কার্যকর

Shivraj singh chauhan
Shivraj singh chauhan

 

 নয়াদিল্লি, ২৪ মার্চ : পেঁয়াজের উপর থেকে ২০% রপ্তানি শুল্ক তুলে নিয়েছে কেন্দ্র, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, "পেঁয়াজের উপর ৪০% রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছিল, কিন্তু যখন দাম কমতে শুরু করে এবং কৃষকরা কম দাম পেতে শুরু করেন, তখন সরকার রপ্তানি শুল্ক ৪০% থেকে কমিয়ে ২০% করার সিদ্ধান্ত নেয়। এখন, আমরা ২০% রপ্তানি শুল্ক শূন্যে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। পেঁয়াজের রপ্তানিতে কোনও রপ্তানি শুল্ক আরোপ করা হবে না, যাতে আমাদের কৃষকদের উৎপাদিত পেঁয়াজ রপ্তানি শুল্ক ছাড়াই বিশ্ব বাজারে যায় এবং কৃষকরা লাভজনক মূল্য পেতে পারে।"

You might also like!