West Bengal

4 days ago

Fire breaks out in Siliguri: শিলিগুড়িতে তেলের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে আনল দমকল

Fire breaks out in Siliguri (Symbolic picture)
Fire breaks out in Siliguri (Symbolic picture)

 

শিলিগুড়ি, ২৭ মার্চ : শিলিগুড়িতে আগুন লাগল একটি বেআইনি তেলের গুদামে। শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন টার্মিনালের উল্টোদিকের বস্তিতে বেআইনি তেলের গুদামে আগুন লাগে। বুধবার রাত ১১টা নাগাদ আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা গুদাম। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তড়িঘড়ি পৌঁছে যায় দমকলের ৩টি ইঞ্জিন। ইন্ডিয়ান অয়েলের সহযোগিতায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা। কী থেকে আগুন, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকটি টিনের গুমটি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ওই গুমটিগুলিতে অবৈধ চোরাই তেল মজুত করা থাকে বলে অভিযোগ। আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

You might also like!