কলকাতা, ২৪ মার্চ : আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ফের সিজিও কমপ্লেক্স অভিযানে চিকিৎসক, নার্সরা। সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে সোমবার সল্টলেকে সিবিআইয়ের অফিস সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক সিনিয়র চিকিৎসক-নার্সদের সংগঠনের। এই অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তা নিশ্চিত করতে সোমবার সিজিও কমপ্লেক্সের সামনে তৎপর পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল গার্ডরেল রাখা হয়। গেটের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহলে রয়েছেন। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন চিকিৎসক-নার্সদের একাংশ। পরে বিক্ষোভকারীদের তরফে পাঁচ প্রতিনিধি ভিতরে যান। ছিলেন দুই মহিলা প্রতিনিধিও। আরজি কর মামলায় সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নন নির্যাতিতার পরিবার। যে কারণে আদালতের দ্বারস্থ হন তাঁরা। পরে সুপ্রিম কোর্টের অনুমতিসাপেক্ষে গত বৃহস্পতিবার হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। সেই মতো সুপ্রিম কোর্টের নির্দেশে, আজ আরজি কর মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তার আগে আগেই মেডিক্যাল সার্ভিস সেন্টার, ডক্টরস ফোরাম এবং নার্স ইউনিটি সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেয়। সিবিআই দফতরে বিক্ষোভের পাশাপাশি স্মারকলিপিও জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।