kolkata

3 days ago

Kunal Ghosh :অক্সফোর্ডে মমতার বক্তৃতার মাঝে বিক্ষোভ, খোঁচা কুণালের

Protests during Mamata's speech in Oxford, Kunal's attack
Protests during Mamata's speech in Oxford, Kunal's attack

 

কলকাতা ও লন্ডন, ২৮ মার্চ : লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝে আচমকাই বাধা সৃষ্টির চেষ্টা করলেন জনাকয়েক বিক্ষোভকারী৷ ভোট পরবর্তী হিংসা, আরজি কর কাণ্ডের প্রসঙ্গ তুলতে মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেন বিক্ষোভকারীরা৷ যদিও ঠান্ডা মাথাতেই পাল্টা পরিস্থিতি সামাল দেন মুখ্যমন্ত্রী৷ সৌজন্য বজায় রেখেই বিক্ষোভকারীদের জবাব দেন তিনি৷

এর প্রেক্ষিতে বিক্ষোভকারীদের খোঁচা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "সিপিএমের যে দুচারপিস অক্সফোর্ডে বাঁদরামি করল, এরা দেশ, বাংলার সম্মান ভাবে না।তাদের আমলে কী হয়েছিল, ভুলে গিয়েছে।সব ঘটনা মনে করাতে হবে সারা বাংলায়।আজ সকলের বাধায় লেজ তুলে পালিয়েছে। বক্তৃতায় বাধা কেন? প্রশ্ন করো প্রশ্নোত্তর পর্বে। তা নয়, বাঁদরামিটা এদের সংস্কৃতি।এদের পরিকল্পিত অসভ্যতার খবর আগেই পেয়ে কদিন আগে পোস্ট করেছিলাম।এদের চিহ্নিত করে অনেকে কলকাতা কানেকশন পোস্ট করছেন। ভালো করছেন।রবীন্দ্রসঙ্গীত এরা বোঝে না। ডিজে শুনতে চাইছে।"আরও একটি পোস্টে তিনি লেখেন, "লেজ গুটিয়েই যদি পালাবি, তাহলে এলি কেন ছ'পিস বাঁদর?ফেস বুক আর গণশক্তিতে বিপ্লব করতে?"

You might also like!