দেহরাদূন, ১৯ জুলাই : উত্তরাখণ্ডের রুদ্রপুরের মনোজ সরকার স্টেডিয়ামে শনিবার 'উত্তরাখণ্ড এক লক্ষ কোটি বিনিয়োগ উৎসব'-র মতো একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শাহ এদিন দুপুরে পন্তনগর বিমানবন্দরে পৌঁছবেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে স্বাগত জানান। উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে উত্তরাখণ্ডে গ্লোবাল ইনভেস্টর সামিট আয়োজন করা হয়। এই সামিটেই শিল্প গোষ্ঠীগুলির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর পর শিল্প গোষ্ঠীগুলি রাজ্যে বিনিয়োগ শুরু করে এবং এখন পর্যন্ত এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের কাজ শুরু হয়েছে। কাজের এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে, রাজ্য সরকার এদিন রুদ্রপুরে উত্তরাখণ্ড বিনিয়োগ উৎসব আয়োজন করছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, উত্তরাখণ্ডে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। সরকার শিল্প স্থাপনে সম্ভাব্য সকল ধরণের সাহায্য করছে। এই কারণেই উত্তরাখণ্ড বিনিয়োগকারীদের পছন্দের স্থান হিসেবে পরিচিত হয়েছে।