নিয়ন, ২৮ মার্চ : রিয়াল মাদ্রিদের এন্টোনিও রুডিগার, কিলিয়ান এমবাপে, দানি সেবাইয়োস ও ভিনিসিউস জুনিয়রদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা। গত ১২ মার্চের ঘটনা। সেদিন নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে যাওয়া রিয়ালের খেলোয়াড়রা সে সময়ে যে অশোভন আচরণ করেছিলেন তা নিয়ে উয়েফার কাছে অভিযোগ জানায় আতলেতিকো।তা আমলে নিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা বৃহস্পতিবার জানিয়েছে, সম্ভাব্য অশোভন আচরণের জন্য তদন্তের কেন্দ্রে আছেন এমবাপে,ভিনিসিউস জুনিয়ররা। ভিডিও ফুটেজে দেখা গেছে প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদের এইসব খেলোয়াড়রা নেচে এবং আতলেতিকো মাদ্রিদ সমর্থকদের উদ্দেশ্যে বিভিন্ন অঙ্গভঙ্গি করে জয় উদযাপন করছিলেন। উয়েফা জানিয়েছে, যথাসময়ে এই ঘটনার আরও বিস্তারিত তথ্য জানাবে তারা।