গুয়াহাটি : চলতি বছরের আসন্ন গ্রীষ্মকালে যাত্রীদের প্রত্যাশিত ভিড় সামলাতে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। এই ট্রেনগুলি আগামী ১০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস ও নারেঙ্গি স্টেশনের মধ্যে এবং ৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত কোলহাপুর ও কাটিহারের মধ্যে উভয় দিকে যথাক্রমে চারটি ট্রিপ করে চলবে
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজএক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, স্পেশাল ট্রেন নম্বর ০১০৬৫ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-নারেঙ্গি সামার স্পেশাল ১০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে ১১:০৫ ঘণ্টায় ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে রওয়ানা হয়ে শনিবার ১১:০০ ঘণ্টায় নারেঙ্গি পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০১০৬৬ নারেঙ্গি-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস সামার স্পেশাল ১৩ এপ্রিল (রবিবার) থেকে ০৫:২৫ ঘণ্টায় নারেঙ্গি থেকে রওয়ানা হয়ে মঙ্গলবার ০৮:২৫ ঘণ্টায় ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পৌঁছবে।
স্পেশাল ট্রেন নম্বর ০১৪০৫ কোলহাপুর-কাটিহার সামার স্পেশাল ৬ এপ্রিল (রবিবার) ০৯:৩৫ ঘণ্টায় কোলহাপুর থেকে রওয়ানা হয়ে মঙ্গলবার ০৬:১০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০১৪০৬ কাটিহার-কোলহাপুর সামার স্পেশাল ৮ এপ্রিল (মঙ্গলবার) ১৮:১০ ঘণ্টায় কাটিহার থেকে রওয়ানা হয়ে বৃহস্পতিবার ১৫:৩৫ ঘণ্টায় কোলহাপুর পৌঁছবে।
এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে প্ৰেস বাৰ্তায়।