চেন্নাই, ২৭ মার্চ : আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের দায়ে তামিলনাড়ুর বাসিন্দা ১১ জন মৎস্যজীবীকে গ্রেফতার করলো শ্রীলঙ্কা নৌবাহিনী। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ১১ জন তামিলনাড়ু মৎস্যজীবীকে গ্রেফতার করে শ্রীলঙ্কা নৌসেনা, গ্রেফতার করার পর তাঁদের কাঙ্গেসান্থুরাই নৌ ক্যাম্পে নিয়ে যাওয়া। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের নৌকাও। অন্যদিকে, বৃহস্পতিবার শ্রীলঙ্কা থেকে চেন্নাইয়ে ফিরেছেন ৭ জন তামিল মৎস্যজীবী। শ্রীলঙ্কার জেল থেকে মুক্তি পাওয়া ৭ মৎস্যজীবী বৃহস্পতিবার চেন্নাই বিমানবন্দরে এসে পৌঁছন। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের দায়ে মুক্তি পাওয়া ৭ মৎস্যজীবীর মধ্যে ৪ জনকে ২০ ফেব্রুয়ারি এবং বাকি ৩ জনকে ২২ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়।