International

1 day ago

Ukraine and Russia: ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২, আহত ৩৫

Drone attacks on Russian sites daily.
Drone attacks on Russian sites daily.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ২ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। শনিবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এই হামলা হয়। এ ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ওই ড্রোন হামলায় একটি সামরিক হাসপাতালসহ আরও কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। খারকিভের মেয়র ইহর তেরেখভ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। তিনি জানান, এই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও যুদ্ধ শরণার্থীদের একটি আবাসিকস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে।ড্রোন হামলায় আহতদের একজন ২২ বছর বয়সী অ্যান্টন বলেন, তিনি দৌড়ে ভবনের একটি কক্ষে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। এ সময় ড্রোন থেকে তাঁর দিকে ধাতব ধারালো জিনিস আসতে থাকে। এ ঘটনায় তাঁর বাঁ হাতে বড় ধরনের ব্যান্ডেজের প্রয়োজন হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, খারকিভের পাশাপাশি শনিবার রাতভর সুমি, ওদেসা ও দোনেৎস্ক অঞ্চলে ১১১টি ড্রোন ও ১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে তারা ৬৫টি ড্রোন ভূপাতিত ও ৩৫টি ড্রোনের হামলা ঠেকাতে সক্ষম হয়েছে।

You might also like!