ফ্লোরিডা, ২৮ মার্চ : মায়ামি ওপেনের ফাইনালে উঠলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা আরিনা সাবালেনকা। বৃহস্পতিবার টুর্নামেন্টের ছয় নম্বর বাছাই ইতালির জাসমিন পাওলিনিকে সরাসরি সেটে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপার লড়াইয়ে পৌঁছেছেন বেলারুশের এই তারকা। সাবালেনকা এবার টুর্নামেন্টে এখনও কোনও সেট হারাননি। সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৬-২, ৬-২ গেমে পাওলিনিকে হারান তিনি। এবার মায়ামিতে প্রথমবারের মতো ফাইনালে উঠেছেন ৩ বারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। শনিবারের শিরোপার লড়াইয়ে সাবালেনকার খেলবেন ফিলিপাইনের টিনএজ ওয়াইল্ডকার্ড আলেক্সান্দ্রা এলা কিংবা যুক্তরাষ্ট্রের চতুর্থ বাছাই জেসিকা পেগুলার সঙ্গে। দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার মুখোমুখি হবেন এই দুই খেলোয়াড়।