West Bengal

3 days ago

Arjun Singh House Office Attack: অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি! বোমা ছুড়ে চম্পট দুষ্কৃতীরা

Arjun Singh House Office Attack
Arjun Singh House Office Attack

 

ব্যারাকপুর, ২৭ মার্চ : ফের গুলি ও বোমাবাজির ঘটনা ঘটল ভাটপাড়ায়। বুধবার রাতে ভাটপাড়ায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠেছে। অর্জুন সিংকে লক্ষ্য করেও গুলি চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাল্টা দুষ্কৃতীদের ধাওয়া করেন অর্জুন সিং।

বুধবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। সূত্রের খবর, স্থানীয় মেঘনা মিলে দুই পক্ষের অশান্তির জেরে গুলি চলে। ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের ছেলে নমিত সিং ঘটনাস্থলে যান বলে খবর। এরপরই অশান্তি বৃহৎ আকার নেয় বলে জানা গিয়েছে। পাঁচ থেকে সাত রাউন্ড গুলি চলে বলে অভিযোগ অর্জুন সিংয়ের। সেই সময় মজদুর ভবনের ছিলেন তিনি। ২ রাউন্ড গুলির শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করতে যান বিজেপি নেতা।

অর্জুন সিং বলেছেন, "আমি বুঝতে পারছি না কী হচ্ছে। ৪ অক্টোবরও নমিত সিং, সাদ্দাম এবং তার দলবল এখানে আক্রমণ করেছিল। তারা বোমা ছুঁড়েছিল এবং আমি আহত হয়েছিলাম। রাত ১০.২০ মিনিট নাগাদ আমরা গুলির শব্দ শুনতে পেলাম, আমরা যখন দেখতে গেলাম, তখন পুলিশ-সহ ৫০-৬০ জন লোক ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত ছিল। আমরা যখন ফিরে আসি, তখন দেখি আমার বাড়িতে দু'টি বোমা ছোঁড়া হয়েছে। একটি ফেটেছে এবং অন্যটি তাজা।"

You might also like!