Country

1 hour ago

Swachhata Hi Seva 2025: ১৭ সেপ্টেম্বর স্বচ্ছতা হি সেবা কর্মসূচির সূচনা, এবারের ভাবনা স্বচ্ছোৎসব

Swachhata Hi Seva 2025
Swachhata Hi Seva 2025

 

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : বুধবার, ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি। এবার এই কর্মসূচির মূলত ভাবনা স্বচ্ছোৎসব। এই অভিযানের আওতায় দেশজুড়ে বৃহৎ স্বচ্ছতা কার্যক্রম পরিচালিত হবে, যার মধ্যে রয়েছে স্বেচ্ছায় শ্রমদান এবং স্বচ্ছতা ইউনিটগুলির রূপান্তর। স্বচ্ছোৎসব থিমের অধীনে স্বচ্ছতা হি সেবা ২০২৫ উদযাপনের আসল লক্ষ্য হল, ভবিষ্যৎকে আরও পরিষ্কার, স্বাস্থ্যকর এবং সবুজ করে তোলা।

স্বচ্ছতা হি সেবা কর্মসূচি হল ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের অধীনে একটি প্রচারাভিযান। এই অভিযানের মূল উদ্দেশ্য হল, দেশজুড়ে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে জনগণকে সচেতন করা এবং তাঁদের অংশগ্রহণে উৎসাহিত করা, যা একটি আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন ভারত গড়ার লক্ষ্যে কাজ করে।

You might also like!