Country

3 days ago

Chilean President on five-day visit to India: পাঁচদিনের ভারত সফরে চিলির রাষ্ট্রপতি

Chilean President on five-day visit to India
Chilean President on five-day visit to India

 

নয়াদিল্লি, ২৮ মার্চ : চিলির রাষ্ট্রপতি, গ্যাব্রিয়েল বোরিক ১ এপ্রিল পাঁচদিনের ভারত সফরে আসছেন। এই সফরে মন্ত্রী, সাংসদ সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। রাষ্ট্রপতি হিসেবে এটি তাঁর প্রথম ভারত সফর। ভারত চিলি সম্পর্কের যাবতীয় ক্ষেত্র নিয়ে আলোচনার জন্য ১ এপ্রিল গ্যাব্রিয়েল বোরিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও, তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি বোরিক আগ্রা, মুম্বই, ও বেঙ্গালুরু ঘুরে ৫ তারিখে চিলির উদ্দেশ্যে রওনা হবেন। মুম্বই ও বেঙ্গালুরুতে তিনি রাজনীতিক, শিল্পপতি ও প্রযুক্তিবিদদের সঙ্গেও কথা বলবেন।

You might also like!