নয়াদিল্লি, ৩১ মার্চ : দেশবাসীকে খুশির ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি মুর্মু লিখেছেন, "ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে, বিশেষ করে মুসলিম ভাই-বোনদের শুভেচ্ছা। এই উৎসব ভ্রাতৃত্ববোধকে মজবুত করে এবং করুণা ও দানশীলতা গ্রহণের বার্তা দেয়।" এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি মুর্মু আরও জানান, "আমি কামনা করি, এই উৎসব সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনুক এবং সকলের হৃদয়ে কল্যাণের পথে এগিয়ে যাওয়ার চেতনাকে শক্তিশালী করুক।" উল্লেখ্য, পবিত্র রমজান মাসের সমাপ্তির মধ্য দিয়ে সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। ছোট থেকে বড় সবাই ঈদের উৎসবে সামিল হয়েছেন।
ईद-उल-फित्र के मुबारक मौके पर सभी देशवासियों, विशेष रूप से मुस्लिम भाईयों और बहनों को बधाई। यह त्योहार भाईचारे की भावना को मजबूत बनाता है तथा करुणा-भाव और दान की प्रवृत्ति को अपनाने का संदेश देता है। मैं कामना करती हूं कि यह पर्व सभी के जीवन में शांति, समृद्धि और खुशियां लेकर आए…
— President of India (@rashtrapatibhvn) March 31, 2025