Country

1 day ago

Eid Mubarak 2025: খুশির ঈদ ভ্রাতৃত্ববোধকে মজবুত করে, বার্তা রাষ্ট্রপতির

Droupadi Murmu
Droupadi Murmu

 

নয়াদিল্লি, ৩১ মার্চ : দেশবাসীকে খুশির ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি মুর্মু লিখেছেন, "ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে, বিশেষ করে মুসলিম ভাই-বোনদের শুভেচ্ছা। এই উৎসব ভ্রাতৃত্ববোধকে মজবুত করে এবং করুণা ও দানশীলতা গ্রহণের বার্তা দেয়।" এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি মুর্মু আরও জানান, "আমি কামনা করি, এই উৎসব সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনুক এবং সকলের হৃদয়ে কল্যাণের পথে এগিয়ে যাওয়ার চেতনাকে শক্তিশালী করুক।" উল্লেখ্য, পবিত্র রমজান মাসের সমাপ্তির মধ্য দিয়ে সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। ছোট থেকে বড় সবাই ঈদের উৎসবে সামিল হয়েছেন।


You might also like!