Country

1 day ago

Myanmar Earthquake: মায়ানমারে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১,৭০০; খোঁজ নেই প্রায় ৩০০ জনের

Myanmar Earthquake
Myanmar Earthquake

 

নেপিদ, ৩১ মার্চ : মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ১৭০০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা প্রায় ৩,৪০০ জন। সোমবার সকাল পর্যন্ত খোঁজ নেই প্রায় ৩০০ জনের। ভারত, চিন, আমেরিকা-সহ বিভিন্ন দেশ সাহায্যের জন্য এগিয়ে এসেছে। ভারতীয় সেনার অস্থায়ী হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে মায়ানমারে। উদ্ধারকাজে সাহায্যের জন্য গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। তবে গৃহযুদ্ধে ধ্বস্ত মায়ানমারে উদ্ধারকাজে বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে। ভূমিকম্পের পরেও বিরোধীদের দখলে থাকা এলাকায় বোমাবর্ষণের অভিযোগ উঠেছে জুন্টা সেনার বিরুদ্ধে। শুক্রবারের ভূমিকম্পের প্রভাব পড়েছে মায়ানমারের পার্শ্ববর্তী থাইল্যান্ডেও। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ৩০তলা নির্মীয়মাণ ভবন ভেঙে পড়েছে। ওই ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।


You might also like!