Country

1 week ago

Mumbai: মুম্বইয়ে বহুতলে আগুনে মৃত্যু নিরাপত্তা রক্ষীর, ১৫-২০ জনকে নিরাপদে উদ্ধার

Security guard dies in Mumbai high-rise fire
Security guard dies in Mumbai high-rise fire

 

মুম্বই, ২৪ মার্চ : মুম্বইয়ের বিদ্যাবিহার এলাকায় একটি ১৩-তলা বহুতলে আগুন লেগে মৃত্যু হয়েছে এক নিরাপত্তা রক্ষীর। এছাড়াও আরও একজন আহত হয়েছেন। নিরাপদে উদ্ধার করা হয়েছে ১৫-২০ জনকে। সোমবার ভোর ৪.৩৫ মিনিট বিদ্যাবিহার স্টেশনের বিপরীতে নাথানি রোডে অবস্থিত তক্ষশীলা কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে আগুন লাগে।

আগুনের লেলিহান শিখায় বহুতলের প্রথম ও দ্বিতীয় তলায় অবস্থিত পাঁচটি ফ্ল্যাটে বৈদ্যুতিক সামগ্রী, গৃহস্থালীর জিনিসপত্র, কাঠের আসবাবপত্র, এয়ার কন্ডিশনিং ইউনিট এবং কাপড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও, উভয় তলার লবিতে কাঠের তৈরির সামগ্রী, আসবাবপত্র এবং জুতার র‍্যাকও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনে দুই নিরাপত্তা রক্ষী আহত হন এবং তাদের রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুঃখজনকভাবে, তাদের মধ্যে একজন মারা গিয়েছেন। মৃতের নাম - উদয় গঙ্গান (৪৩), শরীরের ১০০ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়। দ্বিতীয় রক্ষী সভজিৎ যাদব (৫২) আহত হয়েছেন, তাঁর শরীরের ২৫ থেকে ৩০ শতাংশ পুড়ে গিয়েছে।

You might also like!