কলকাতা, ২৯ মার্চ : কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে গণ্ডগোলের দায় তাঁর ওপরেই চাপাল এসএফআই। তাঁকে কটাক্ষ করলেন বাম ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য।কেলগ কলেজে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ভাষণের পরপরই 'অভয়া'-র নাম উঠে আসে সভাস্থলে। শ্রোতাদের মধ্যে থেকে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হয়। সরাসরি আঙুল তোলা হয় তাঁর সরকারের দিকে। যদিও "এটা বিচারাধীন বিষয়। কেন্দ্রীয় সরকার এই মামলার দায়িত্বভার নিয়েছে" জানিয়ে মমতা পাল্টা উত্তর দেন। যা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে।
বাম ছাত্র সংগঠন এসএফআই-এর তরফে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রী কোনও ভাবেই তাঁর দায় ঠেলতে পারেন না। শনিবার এসএফআই রাজ্য কমিটির তরফে সৃজন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, "মুখ্যমন্ত্রী প্রথমদিন বলেছিলেন 'দোষীদের শাস্তি চাই' বলে মিছিল করেছিলেন। তাঁর সঙ্গে সন্দীপ ঘোষ অ্যান্ড কোং তাঁদের বিভিন্ন রকম সম্পর্ক বারবার প্রকাশ্যে এসেছে। তিনি এবং তাঁর সরকার এই ঘটনার দায় এড়াতে পারেন না।"
সৃজন বলেন, "অবশ্যই সিবিআই ঘটনার তদন্ত করছে, কিন্তু প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন, পুলিশের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের দল হিসেবে তাঁর কি কোনও দায় নেই? আমি যদি এখন পাল্টা প্রশ্ন করি যে, মার খেয়েছিলেন বিরোধী নেত্রী হিসেবে। মুখ্যমন্ত্রী হিসেবে তো ব্যান্ডেজ বাঁধতে হয়নি।"মমতার উদ্দেশে সৃজনের প্রশ্ন, "তৃণমূল নেত্রী হিসেবে ব্যান্ডেজ বাঁধার ছবি নিয়ে গেলেন বিজ্ঞাপন করতে, তৃণমূল নেত্রী হিসেবে প্রমাণ লোপাট করেছেন, তৃণমূলের লোকজনদের বাঁচিয়েছেন, সেই উত্তর দেবেন না কেন?"