লিভারপুল, ১৮ জুলাই : সম্প্রতি এক গাড়ি দুর্ঘটনায় নিহত হওয়ার পর পর্তুগিজ ফরোয়ার্ড দিওগো জোতাকে ক্লাবের হল অফ ফেমে অন্তর্ভুক্ত করে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স তাঁকে শ্রদ্ধা জানিয়েছে। জোটা ২০১৮ সালে উলভসকে প্রিমিয়ার লিগে উঠে আসতে সাহায্য করেছিলেন এবং ২০২০ সালে লিভারপুলে যোগ দিয়েছিলেন।
"দিয়োগো কেবল একজন অসাধারণ ফুটবলারই ছিলেন না, বরং উলভসে তাঁর পুরো সময় জুড়ে নম্রতা এবং দয়ার সঙ্গে নিজেকে চালিয়ে গেছেন, এবং আমরা সকলেই তাঁকে খুব মিস করছি," উলভসের ফুটবল প্রশাসনের পরিচালক ম্যাট ওয়াইল্ড বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে একথা বলেছেন। ২০০৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবের হল অফ ফেমে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন বিলি রাইট, ডেরেক ডোগান এবং স্টিভ বুল।