ভোপাল, ১৪ জুলাই : মধ্যপ্রদেশের ৩৫টি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই জেলাগুলি ইন্দোর, ভোপাল, উজ্জয়িনী এবং গোয়ালিয়র-চম্বল বিভাগে রয়েছে। গত ২৪ ঘণ্টায় অনেক জেলায় ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। রতলাম ও গুনা জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও রাজ্যের বেশিরভাগ জেলায়, যার মধ্যে রয়েছে ভোপাল, ইন্দোর, জবলপুর, গোয়ালিয়র, উজ্জয়িনী, নর্মদাপুরম, রতলম, শিবপুরী, সেখানেও অত্যধিক বৃষ্টি হয়েছে। শিবপুরী জেলায় টানা বৃষ্টিপাতের কারণে অটল সাগর মাদিখেড়া বাঁধের জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে সোমবার বাঁধের ৬টি গেট খুলে দেওয়া হয়েছে। গোয়ালিয়রের তিঘার জলাধারের ৩টি গেট খুলে দেওয়া হয়েছে গতকাল সন্ধ্যায়।