কলকাতা, ১৭ মার্চ : রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার সুকান্তবাবু শিয়ালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের একটি ২৩ সেকেন্ডের ভিডিয়ো যুক্ত করে এক্সবার্তায় লিখেছেন, “বোমা আর বন্দুকের স্বর্গ কলকাতায় স্বাগতম! মুখ্যমন্ত্রীর অপরাধীকরণের শাসনের আমলে, পশ্চিমবঙ্গের সর্বত্র বহিরাগত অপরাধীদের জন্য মুক্ত হয়ে উঠেছে। প্রতিটি নির্বাচনের সাথে সাথে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট জালিয়াতির জন্য অপরাধীদের দিকে ঝুঁকছেন। "কোন চিন্তা নেই" মনোভাব নিয়ে তাদের উৎসাহিত করছেন। এখন, রাজ্যের অলিগলিতে বন্দুক উদ্ধার নিয়মিত হয়ে উঠেছে! মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ম্যারাথন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া। তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই যখন তুঙ্গে, তখন এই অস্ত্র সরবরাহের পিছনে কি কোনও শিয়ালদহ-ভিত্তিক তৃণমূল কাউন্সিলর ছিলেন? সত্য বেরিয়ে আসবে!”