Game

8 hours ago

Anderson-Tendulkar Trophy: টেস্টে ভারতের সবচেয়ে কম ব্যবধানে পরাজয়ের তালিকা

Anderson-Tendulkar Trophy
Anderson-Tendulkar Trophy

 

কলকাতা, ১৫ জুলাই : সোমবার লর্ডসে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজের তৃতীয় টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডের কাছে মাত্র ২২ রানে পরাজয় বরণ করেছে ভারত। শুভমান গিলের নেতৃত্বাধীন দল এখন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টের আগে সিরিজে স্বাগতিকদের থেকে ১-২ ব্যবধানে পিছিয়ে। ২২ রানের এই পরাজয় ছিল ইংল্যান্ডের মাটিতে ভারতের সর্বনিম্ন ব্যবধানের পরাজয় এবং সামগ্রিকভাবে চতুর্থ সর্বনিম্ন ব্যবধানের টেস্ট পরাজয়।

টেস্টে ভারতের সবচেয়ে কাছের পরাজয়ের তালিকা :

টেস্টে ভারতের সর্বনিম্ন ব্যবধানে পরাজয়:

**১২ রান - বনাম পাকিস্তান (চেন্নাই, ১৯৯৯)

**১৬ রান - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (ব্রিসবেন, ১৯৭৭)

**১৬ রান - বনাম পাকিস্তান (বেঙ্গালুরু, ১৯৮৭)

**২২ রান - ইংল্যান্ডের বিরুদ্ধে (লর্ডস ২০২৫)

**২৫ রান - বনাম নিউজিল্যান্ড (ওয়াংখেড়ে ২০২৪)

You might also like!