Country

3 days ago

Lalan Singh Wishes Bihar Day: বিহারের প্রগতি হচ্ছে, আরজেডি-কে কটাক্ষ করে মন্তব্য লালন সিংয়ের

Lalan Singh
Lalan Singh

 

পাটনা, ২২ মার্চ : বিহারের প্রগতি হচ্ছে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন (লালন) সিং। শনিবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, "বিহারের প্রগতি হচ্ছে। এখন দেশের যে কোনও জায়গায় বিহারী হিসেবে ডাকাটা সম্মানের। বিহার দিবসে বিহারের জনগণকে শুভেচ্ছা।" বিহারের বিরোধী নেতারা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগ দাবি করার বিষয়ে তিনি বলেন, "কে পদত্যাগ দাবি করছে? তারা যা বলছে তার কোনও অর্থ নেই এবং এর কোনও প্রতিক্রিয়া হতে পারে না।"


You might also like!