Game

3 days ago

Lionel Scaloni on Raphinha's comments: রাফিনিয়াকে ক্ষমা স্কালোনির, ব্রাজিল কোচের আত্মসমর্পণ

Lionel Scaloni on Raphinha's comments:
Lionel Scaloni on Raphinha's comments:

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে আলাদা করে আগুন জ্বালানোর প্রয়োজন নেই। আগুন লেগেই থাকে। রাফিনিয়ার সম্ভবত ফুঁ দিয়ে সেই আগুন উসকে দেওয়ার ইচ্ছা হয়েছিল। কিন্তু আগুনে উল্টো মুখটাই পুড়ল রাফিনিয়ার!

মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইয়ে আজ আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে হুংকার ছেড়েছিলেন ব্রাজিল ফরোয়ার্ড। বিশ্বকাপজয়ী তাঁর দেশের কিংবদন্তি রোমারিওর সঙ্গে ‘রোমারিও টিভি’ পডকাস্টে বলেছেন, ‘আমরা ওদের গুঁড়িয়ে দেব। কোনো সন্দেহ নেই। একদম গুঁড়িয়ে দেব মাঠের ভেতরে, দরকার পড়লে মাঠের বাইরেও।’ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে আর্জেন্টিনা। ৩৭ মিনিটের মধ্যে করেছে তিন গোল। বিরতির পর আরও একটি। বাস্তবতা হচ্ছে, আরও তিন-চারটি গোল করতে পারত আর্জেন্টিনা। মিস করেছেন ফার্নান্দেজ-পারেদেসরা। তবু ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের পর এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে ন্যূনতম ৪ গোল হজমের ঘা কি মুছতে পারবে ব্রাজিল? সময় লাগবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বলছেন, রাফিনিয়া অপরিণামদর্শী হয়ে হুংকার না ছাড়লে আর্জেন্টাইনরা এভাবে জ্বলে উঠতেন না!কিন্তু আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে এমন কিছু উড়িয়ে দিয়েছেন। রাফিনিয়ার কথায় তেতে উঠে আর্জেন্টিনা ব্রাজিলকে চার গোল দেয়নি, এটাই বোঝালেন স্কালোনি। তবে এসব যে বলতে নেই কিংবা তেমন ওজনদার খেলোয়াড় হওয়ার পর বলা উচিত—সেটাও পরোক্ষভাবে রাফিনিয়াকে বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ, ‘এটা ব্রাজিল-আর্জেন্টিনা, এই ম্যাচ নিয়ে এমন সব কথা বলার দরকার নেই। আমরা সে জন্য এভাবে খেলিনি। আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি। কারণ, আমি জানি সে ইচ্ছা করে এটা বলেনি; সে তার দলের হয়ে বলেছে।’

ব্রাজিলের বিপক্ষে দারুণ এ জয়কে দলগত খেলার ফসল মনে করেন স্কালোনি, ‘এটা দলীয় জয়। আমরা দল হিসেবে খেলেছি বলেই ব্রাজিলকে হারাতে পেরেছি। এমন খেলোয়াড়দের হারানোর এটাই উপায়—দলগত খেলা। তবে বলতে পারব না, এটাই সেরা জয় কি না। দারুণ একটা ম্যাচ আমরা খেলেছি।’

আর্জেন্টিনার কাছে এমন হারে বেশ চাপে পড়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ব্রাজিলে তাঁকে ছাঁটাইয়ের দাবি উঠেছে। দরিভালও স্কালোনির কৌশলের কাছে পর্যুদস্ত হওয়াটা স্বীকার করে নিলেন। ম্যাচ শেষে বলেছেন, ‘প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা ঘটেছে, তাতে স্বীকার করতেই হবে, আমাদের পর্যুদস্ত করে তারা যোগ্যতর দল হিসেবেই জিতেছে। এই হার তাৎপর্যপূর্ণ। তবে সন্দেহ নেই আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করতে পারব।’হারের পর দরিভালের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের ডিফেন্ডার মারকিনিওস, ‘এটা শুধু কোচের ভুল নয়, খেলোয়াড়দেরও। আজ যা ঘটেছে, তা যেন আর না ঘটে।’

You might also like!