Country

2 days ago

Amit Shah: অস্ত্র ও হিংসা পরিবর্তন আনতে পারে না; কেবল শান্তি ও উন্নয়নই পারে,অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ২৯ মার্চ : প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ২০২৬ সালের ৩১ মার্চের আগে নকশালবাদ নির্মূল করার জন্য আমরা সংকল্পবদ্ধ। ফের একবার এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, অস্ত্র ও হিংসা পরিবর্তন আনতে পারে না; কেবল শান্তি ও উন্নয়নই পারে।নকশাল-মুক্ত ভারত অভিযানে আবারও সাফল্য মিলেছে ছত্তিশগড়ে। শনিবার ছত্তিশগড়ের সুকমা-দান্তেওয়াড়া সীমানায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ১৬ জন মাওবাদীর, গুলির লড়াই চলাকালীন দু'জন ডিআরজি জওয়ান সামান্য আহত হয়েছেন, তাঁরা বিপদমুক্ত। এই সফল অভিযানের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমাদের নিরাপত্তা বাহিনী সুকমায় এক অভিযানে ১৬ জন নকশালকে নিরস্ত্র করেছে এবং বিপুল পরিমাণে স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করেছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা ২০২৬ সালের ৩১ মার্চের আগে নকশালবাদ নির্মূল করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। যাদের কাছে অস্ত্র আছে তাদের কাছে আমার আবেদন, অস্ত্র এবং হিংসা পরিবর্তন আনতে পারে না; কেবল শান্তি এবং উন্নয়নই পারে।"

You might also like!