নয়াদিল্লি : আপাতত প্রত্যাহার ব্যাঙ্ক ধর্মঘট। আগামী ২৪ ও ২৫ মার্চ স্বাভাবিক থাকবে পরিষেবা। দাবিপূরণ না হলে ফের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি ধর্মঘটকারীদের। উল্লেখ্য, ২৪ এবং ২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। সেই ধর্মঘট প্রত্যাহার করা হল। শুক্রবার ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়েছে ইউএফবিইউ। ধর্মঘট সংক্রান্ত দাবি নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক হয়। সেই আলোচনা সদর্থক হওয়াতেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস জানিয়েছে, এই ব্যাঙ্ক ধর্মঘট এক থেকে দু’মাসের জন্য স্থগিত রাখা হল।
প্রসঙ্গত, ২২ মার্চ চতুর্থ শনিবার, ২৩ মার্চ রবিবার। এরপরে ২৪ ও ২৫ মার্চ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘট হলে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকলে হয়রানি পোহাতে হত গ্রাহকদের।