দেহরাদূন, ২৩ মার্চ : দেখতে দেখতে ৩-বছর পূর্ণ হল উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি সরকারের। এই উপলক্ষ্যে রবিবার সকালে দেহরাদূনে, মুখ্যমন্ত্রীর ক্যাম্প অফিস কমপ্লেক্স গেট থেকে সাইকেল র্যালির শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী ধামি নিজেও ওই র্যালিতে অংশ নেন। পরে "ফিট ইন্ডিয়া রান"-এই সূচনা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ধামি এদিন ফিট ইন্ডিয়া মুভমেন্টের গুরুত্ব তুলে ধরে বলেছেন, "ফিট ইন্ডিয়া মুভমেন্ট কর্মসূচিতে এসে আপনাদের সামনে বক্তব্য রাখতে পারা সত্যিই আমার জন্য গর্বের বিষয়। এটি একটি জাতীয় মিশন, যা আমাদের সুস্থ ও শক্তিশালী ভারতের স্বপ্ন বাস্তবায়ন সহায়তা করে। ফিট ইন্ডিয়া কেবল একটি শক্তিশালী শরীর নয়। এটি একটি সুস্থ মন এবং প্রাণবন্ত আত্মার ভীত। কেবলমাত্র একটি ফিট উত্তরাখণ্ডই সমৃদ্ধ উত্তরাখণ্ড হতে পারে, যেখানে সবাই এগিয়ে যায় এবং দেশের অগ্রগতিতে অবদান রাখে।"