Country

4 days ago

Amit Shah: ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে নকশালবাদ নির্মূল করা হবে : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি : দেশ থেকে নকশালবাদকে নির্মূল করার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় অমিত শাহ বলেছেন, "আমি এই সভায় দায়িত্বের সঙ্গে বলছি, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূল করা হবে।" রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকাণ্ডের উপর আলোচনার জবাবে অমিত শাহ বলেন, "যখন এমন একটি সরকার থাকে যা নকশালবাদকে রাজনৈতিক বিষয় বলে মনে করে, আর যখন এমন একটি সরকার ক্ষমতায় আসে যা নিরাপত্তার পাশাপাশি উন্নয়নের জন্য কাজ করে, তখন কী হয়। ২০২৩ সালের ডিসেম্বরে ছত্তিশগড়ে যখন বিজেপি ক্ষমতায় আসে, তার পর থেকে মাত্র এক বছরে ৩৮০ জন নকশাল নিহত হয়েছে, যেখানে গতকাল নিহত হওয়া ৩০ জন নকশাল এর সঙ্গে যোগ করা হয়নি। ১১৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১০৪৫ জন আত্মসমর্পণ করেছে। (সক্রিয় নকশালদের) সংখ্যা ২৬১৯ জন কমেছে। এই অভিযানে ২৬ জন নিরাপত্তারক্ষী মারা গেছেন। এটি একই ছত্তিশগড়, একই পুলিশ, একই সিআরপিএফ এবং একই ভারত সরকার।"

You might also like!