Tripura

4 days ago

Protest Rally of TSF: ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে ত্রিপুরায় সড়ক অবরোধ আন্দোলন

Protest Rally of TSF
Protest Rally of TSF

 

আগরতলা, ২১ মার্চ  : ককবরক ভাষায় রোমান হরফের দাবি নিয়ে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের অবরোধ আন্দোলন পালন করছে তিপ্রা মথার ছাত্র সংগঠন টিএসএফ। ত্রিপুরার বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক, স্থানীয় সড়ক অবরোধের পাশাপাশি আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করছে টিএসএফ। তাদের আন্দোলনে সামিল হলেন তিপ্রা মথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মাও।

ককবরক ভাষার রোমান হরফ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দায়সারা মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধ আন্দোলন করছে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন। শুক্রবার সকাল থেকেই রাজ্যে সবগুলি জাতীয় সড়ক স্তব্ধ করে দিয়েছে এই ছাত্র সংগঠনটি।যদিও বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করে আন্দোলন কর্মসূচির কথা জানিয়েছিলেন টিএসএফ এর সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া।

ককবরক ভাষার হরফ নিয়ে ফের বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল। চলতি বছরের সিবিএসই এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রকে কেন্দ্র করে এই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। ককবরক ভাষার ছাত্রছাত্রীদের জন্য রোমান হরফে প্রশ্নপত্র করার দাবিতে সিবিএসই এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছিল। কিন্তু এরপরও বিষয়টি নিয়ে দুই পর্ষদ কর্তৃপক্ষ চিন্তাভাবনা করেনি বলে অভিযোগ টিএসএফের। এর ফলে দুই বোর্ডের পরীক্ষাতেই ককবরক ভাষাভাষীর ছাত্র-ছাত্রীদের বেশ বিপাকে পড়তে হয়েছে। বাংলা হরফে প্রশ্ন হওয়ায় ইংরেজি মাধ্যমে পাঠরত বোর্ড পরীক্ষার্থীরা অনেকেই প্রশ্নপত্র পড়তে পারেনি বলে অভিযোগ। ছাত্রছাত্রীরা পরীক্ষায় পাশ করতে পারবে কিনা এই প্রশ্নটিই এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।ককবরক ভাষার ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও বিষয়টি নিয়ে চিন্তিত।

শুক্রবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশ রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট এর দাবিতে প্রতিবাদ জানতে গিয়ে টিএসএফ এর ছাত্রনেতা সংবাদ মাধ্যমকে জানান রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট এর দাবি নিয়ে টিএসএফ ১৯৬৮ আন্দোলন করে আসছে। বর্তমান সরকার এই বিষয়ে উদাসীন। রাজ্য সরকার তিন চারটি ভাষা কমিশন গঠন করেছে এবং সবচেয়ে বেশি মেজুরেটি রোমান হরফে ককবরকের তরফে যাওয়ার পরও সরকার সেটিকে ধামাচাপা দিয়ে রেখেছে। অতি দ্রুত বিধানসভার বাজেট অধিবেশনে রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট বিষয়টি উত্থাপন করার দাবি রাখা হয় টিএসএফের তরফে।

You might also like!