Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

kolkata

8 months ago

Kunal Ghosh: “মুখ্যমন্ত্রীর সফরে বিক্ষোভের নামে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা”, কটাক্ষ কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা, ২০ মার্চ : “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরে বিক্ষোভের নামে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করতে পারে বাম-অতিবাম এবং বিজেপি সমর্থিত মুষ্টিমেয় কিছু মানুষ। ইমেলের মাধ্যমে সেই বিশৃঙ্খলার নীল নকশা তৈরি হচ্ছে।” যার প্রমাণও রয়েছে তাঁর কাছে। সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এই অভিযোগ আনলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কদিন ধরেই মুখ্যমন্ত্রীর বিলেতের বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণের দাবিকে ভুয়ো বলে চিহ্ণিত করে হরেক পোস্ট হচ্ছে। সামাজিক মাধ্যমে তার প্রভাব পড়ছে যথেষ্ট। তৃণমূলের দাবি, ভুয়ো খবর, অপপ্রচারের মাধ্যমে লন্ডন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছিল। সেই ‘অপচেষ্টা’ সফল না হওয়ায় এবার বিদেশের মাটিতে বাংলাকে বদনাম করার ষড়যন্ত্র করছে কিছু ‘অতৃপ্ত আত্মা’।

বহস্পতিবার কুণাল সাফ বলেন, ‘এই চক্রান্ত কলকাতা ও দিল্লির একাংশ থেকে প্রশ্রয় যাচ্ছে। বাংলাকে বদনামের এই চক্রান্ত হলে গণতান্ত্রিক ভাষাতেই জবাব হবে। যারা আর জি কর নিয়ে পরের পর কুৎসা করেছে, যারা যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা করে, তাদের ঘরানার বিকৃত মানসিকতার কিছু লোক এখন লন্ডনে মুখ্যমন্ত্রীর সফরে কিছু করে ছবি তুলে নাটকের পরিকল্পনা করছে। ইমেল, কিছু গ্রুপের মাধ্যমে মিথ্যা বলে প্ররোচনা ছড়ানো হচ্ছে।’

তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদকের অভিযোগ, ‘বাম, অতি বাম ও বিজেপির কিছু সমর্থক হাত মিলিয়ে ষড়যন্ত্রে সামিল। তাদের কিছু নিজস্ব প্রস্তুতির ইমেল হাতে এসেছে। গুটিকতক বিকৃতমস্তিষ্ক ও ভাড়াটে লোক জুটিয়ে এরা বিদেশে বাংলাকে বদনাম করতে চায়।’ কুণাল স্পষ্ট করে দিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে থেকে কোনও সফরে যাচ্ছেন না, যেতে চানও না। কিন্তু বহু আমন্ত্রণ থাকে। বিদেশি বিশিষ্ট প্রতিনিধিরা বাংলায় আসেন, আমন্ত্রণ করেন যেতে। দু-একটি ক্ষেত্রে সাড়া দিতেই হয়। সেসময় যদি বিকৃত রাজনৈতিক লক্ষ্য নিয়ে রামবাম কিছু সমর্থক লোক ভাড়া করে, মিথ্যা রটনায় বিশৃঙ্খলা করেন, তা চরম অসৌজন্যের।

তবে ‘বিকৃত মানসিকতা’র এই ষড়যন্ত্র সফল হবে না বলেই দাবি কুণালের। এই ধরনের কোনও অপচেষ্টা হলে বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে এর বিচার করবেন বলে দাবি তাঁর। সামাজিক মাধ্যমে কুণাল বলছেন, ‘যদি বাংলার মেয়ের বিশ্বের দরবারে উন্নয়নের মডেল তুলে ধরার সফরে কোনওরকম অসভ্যতার চেষ্টা হয়, বাংলায় তার জবাব মিলবে, ভোটে মানুষ বিরোধীদের আরও মুছে দেবেন।

কুণালের দাবি, “বাংলার মানুষ গণতান্ত্রিক পথেই জবাব দেবেন। বাংলার মুখ্যমন্ত্রীর সফরে আপত্তিজনক কাজ করে বিদেশে বাংলাকে অপমান সহ্য করবেন না বাংলার মানুষ।’’


উল্লেখ্য, আগামী ২১ মার্চ দুবাই হয়ে লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ভাষণ দেবেন তিনি। একই সঙ্গে কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকেও আমন্ত্রণ পত্র এসেছে তাঁর কাছে। লন্ডনের বণিকসভাতেও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসতে পারেন মুখ্যমন্ত্রী। কুণালের অভিযোগ, মুখ্যমন্ত্রীর সেই সফরে বিক্ষোভ দেখানোর চেষ্টা করছে বিরোধীরা।

You might also like!