
কলকাতা, ৫ ডিসেম্বর: ফের তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, নিজেদের স্বার্থ পূরণে বিএলও-দের চাপ দিচ্ছে তৃণমূল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলকে পাল্টা আক্রমণ করে দিলীপ বললেন, "পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এসআইআর-এর বিরোধিতা করলেও, তারা এই প্রক্রিয়ার অপব্যবহারও করেছে। তারা নিজেদের এজেন্ডা এগিয়ে নেওয়ার জন্য বিএলও-দের উপর চাপ সৃষ্টি করেছে। সম্পূর্ণ যাচাইকরণ অবশ্যই করতে হবে; অন্যথায়, রাজ্যের ১০ শতাংশ ভুয়ো ভোটারই থেকে যাবে এবং পুরো এসআইআর প্রক্রিয়াটিই নষ্ট হয়ে যাবে।"
