kolkata

6 hours ago

Weather Forcast: মঙ্গলবার পর্যন্ত তীব্র গরম দক্ষিণবঙ্গে, বৃহস্পতিতে বৃষ্টির আশা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৭ মার্চ : গুমোট গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে মঙ্গলবার পর্যন্ত, তারপর অস্বস্তি কিছুটা হলেও কমবে। বৃহস্পতিবার থেকেই বৃষ্টির আশা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২০ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

রবিবার রাতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে গুঁড়িগুঁড়ি বৃষ্টিও হয়েছে। আর সোমবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। তবে, সোমবারও গুমোটভাব ও আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। আগের দিনের তুলনায় সোমবার কিছুটা কমেছে নূন্যতম তাপমাত্রা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি।

You might also like!