উধমপুর, ২০ জুলাই : ভূমিধসে বিপর্যস্ত জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। রবিবার উধমপুরে সামরোলি গ্রামে দেওয়াল সেতুর কাছে ধস নামে। এর ফলে কাশ্মীরের দিকে যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। আবহাওয়া খারাপ থাকায় বিগত দিনগুলিতেও এমন বিপদ দেখা দিয়েছে। জানা গেছে, অমরনাথের তীর্থযাত্রীদের সুরক্ষিত রাখতে সব রকম চেষ্টা চালাচ্ছে সেনা। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।