কলকাতা, ১৯ জুলাই : রানাঘাট স্টেশনে শনিবার রাত ৯:০০ টা থেকে রবিবার রাত ৯:৫৯ টা পর্যন্ত নন-ইন্টারলকিং কাজের পরিকল্পনা করা হয়েছে। ফলে ট্রেন চলাচলের ব্যবস্থা সাময়িক বদল করা হয়েছে:— *২০.০৭.২০২৫ তারিখে ট্রেন বাতিল— রানাঘাট–শান্তিপুর: আপ- ৩১৭৮৫, ৩১৭৮১, ৩১৭৮৩/ ডাউন- ৩১৭৮৮, ৩১৭৮২, ৩১৭৮৬ রানাঘাট–কৃষ্ণনগর: আপ- ৩১৭২৩, ৩১৭২৫/ ডাউন- ৩১৭২২, ৩১৭২৬। তাছাড়া, ৩৩৭৫২ বনগাঁ–শান্তিপুর লোকাল শান্তিপুরের বদলে রানাঘাট স্টেশনে বন্ধ করা হবে। ৩৩৭৫১ শান্তিপুর–বনগাঁ লোকাল শান্তিপুরের বদলে রানাঘাট স্টেশন থেকে ছাড়বে।