মুরগীর বার্ডফ্লু সংক্রমণে ভারত সরকারের পশুপালন কমিশনারের তরফে জারি হওয়া নির্দেশিকার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের সুতি সুতি ১ ও ২ নম্বর ব্লক সহ শামশেরগঞ্জ এবং ফারাক্কা ব্লকের মোট ৭টি গ্রামে বার্ড ফ্লু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মপরিকল্পনা গ্রহণ শুরু হয়েছে । ঝাড়খন্ডের ১০ কিমি ব্যাসার্ধের মধ্যে অবস্থিত এই গ্রামগুলিতে সব হাঁস-মুরগির খামার, বাজার এবং এলাকায় হাঁস-মুরগির রোগ প্রতিরোধে জৈব-নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে । নমুনা সংগ্রহ করা হয়েছে একাধিক পোল্ট্রি খামার থেকে।এই আতঙ্কে মুরগীর দাম অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন এক বিক্রেতা। BMOH ডঃ মসিউর রহমান ও BDO জুনায়েদ আহমেদ জানিয়েছেন, বার্ড ফ্লুর ঝুঁকি এবং প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে সচেতন করা হচ্ছে ।