দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: একটু ভালো সময় কাটাতে চেয়েছিলেন বন্ধুদের সঙ্গে। গিয়েছিলেন বেশ নামকরা রেস্তোরাঁয়। সেখানে গিয়ে খাবার অর্ডার দিতেই যা অভিজ্ঞতা হল, তা ভয়ংকর। হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে মুম্বাইয়ের এক নামি রেঁস্তোরায়। সকলে মিলে খেতে গেছেন হোটেলে। অর্ডার দিয়েছেন চিকেন মাঞ্চুরিয়ান। আর তার পরেই সেই ভয়ানক ঘটনা। এক টুকরো চিকেন মাঞ্চুরিয়ানে কামড় বসাতেই রাবারের মতো কী যেন একটা মুখে লাগে তরুণীর। স্বাদও খুব খারাপ। মুখ থেকে ওই টুকরো বের করতেই চক্ষু চড়কগাছ হয়ে যায়। কারণ ওটা চিকেন নয়, একটা ছোট্ট ইঁদুর! তাও আবার কড়া করে ভাজা। ঘটনায় পুলিশেরও দ্বারস্থ হয়েছেন তাঁরা। জানা গিয়েছে, এই কাণ্ড নভি মুম্বইয়ের এক জনপ্রিয় রেস্তরাঁর। গত ৮ মার্চ নারী দিবস উপলক্ষে সেখানে গিয়েছিলেন কয়েকজন তরুণী। দু’দিন ধরেই সোশাল মিডিয়ায় ঘুরছে সেই ইঁদুরের ছবি।
এদিন পাতে চিকেনের বদলে মরা ইঁদুর পেতেই স্বাভাবিকভাবেই রেগে যান ওই তরুণীরা। তারা রেস্তোরাঁর কর্মীদের ডেকে আনেন। এরপর রেস্তরাঁয় কিচেনের ভিডিও করতে গেলে কর্মীদের সঙ্গে তাঁদের ঝামেলা বাঁধে। শেষে রেস্তোরাঁর ম্যানেজার এসে ঝগড়া থামান। তরুণীদের কাছে ক্ষমা চান। এরপর সেখান থেকে বেরিয়ে ওই তরুণীরা সোজা চলে যান নিকটবর্তী থানায়। রেস্তরাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ওই রেস্তরাঁয় যায় পুলিশ। খাদ্য সুরক্ষা আর বাকি সব ব্যবস্থাপনা খতিয়ে দেখার পর মামলা দায়ের করা হয়।