Festival and celebrations

1 year ago

Chaitra Navratri : চৈত্র নবরাত্রির শুভারম্ভ, বৈষ্ণোদেবী-সহ দেশের বিভিন্ন মন্দিরে পূজার্চনা পুণ্যার্থীদের

Chaitra Navratri
Chaitra Navratri

 

নয়াদিল্লি, ২২ মার্চ : চৈত্র নবরাত্রি উৎসবের শুভারম্ভ হল বুধবার থেকে। আগামী ৩০ মার্চ, বৃহস্পতিবার ৯ দিন ব্যাপী এই চৈত্র নবরাত্রির সমাপ্তি হবে। অশুভের বিরুদ্ধে শুভ জয়কেই এই উৎসব সুচীত করে। উৎসবের শেষ দিনটি ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি, রাম নবমী হিসেবে পালিত হয়ে থাকে। চৈত্র নবরাত্রি দেবী দুর্গার মহিষাসুর বধের দিন হিসেবে পালিত হয়। ৯ দিন ব্যাপী এই উৎসবে দেবী দুর্গা ৯ টি রূপে পূজিত হয়ে থাকেন।

চৈত্র নবরাত্রির প্রথম দিন, বুধবার সকাল থেকেই বারাণসী, বৈষ্ণোদেবী, কামাখ্যা-সহ দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে পূজার্চনা করেন পুণ্যার্থীরা। বারাণসীর দুর্গা মন্দিরে চৈত্র নবরাত্রির প্রথম দিনে রীতি মেনে পূজার্চনা করেন পুণ্যার্থীরা। জম্মু-কাশ্মীরের কাটরার বৈষ্ণোদেবী মন্দিরের পূজার্চনা করেছেন ভক্তরা। চিত্র নবরাত্রি উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, সমস্ত দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা। শ্রদ্ধা ও ভক্তির এই শুভ মুহূর্ত সমস্ত দেশবাসীর জীবনকে সুখ, সম্পদ ও সৌভাগ্য দিয়ে আলোকিত করুক। নবরাত্রি ছাড়াও এদিন উগাদি, গুড়ি পাডওয়া, নবরেহ, চেতি চাঁদ এবং সজিবু চেরাওবা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।


You might also like!